ইন্টারনেট সংযোগ ফরম ও চুক্তিপত্র
(স্টার চিহ্ন দেওয়া ছকগুলো অবশ্যই পূরন করতে হবে। রেজিষ্ট্রেশন শেষে আমাদের প্রতিনিধি খুব শিঘ্রই আপনার সাথে যোগাযোগ করবে।)
সংযোগ ফি ও মাসিক বিল:
- ঢাকাটেক এর ডিভাইস থেকে ব্যবহারকারির বাসা/অফিসের দূরত্ব পরিমাপ করে সংযোগ ফি নির্ধারন করা হবে।
- আপনার বাছাই করা প্যাকেজ অনুযায়ী মাসিক বিল নির্ধারিত করা হবে।
- ১ জন ব্যবহারকারী / ১ টি ডিভাইসে এই সংযোগ ব্যবহার করতে পারবে।
ঢাকাটেক যে সকল সেবা প্রদান করবে:
- ঢাকাটেক কানেকশন দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও তার সরবরাহ করবে।
- ব্যবহারকারির বাসা বা অফিসের সুবিধামত জায়গায় ইন্টারনেট সংযোগ প্রদান করবে।
সংযোগ ব্যবহারকারির করণীয়:
- ব্যবহারকারিকে অবশ্যই একটি ভাইরাসমুক্ত কম্পিউটার/ল্যাপটপ/রাউটার ল্যান কার্ড সেটাপ দেয়া অবস্থায় প্রস্তুত রাখতে হবে।
- ঢাকাটেক এর প্রতিনিধিকে সমস্যা সমাধানের প্রয়োজনে ব্যবহারকারির কম্পিউটার/ল্যাপটপ/রাউটার/ল্যান কার্ড এবং যদি ঢাকাটেক কোনো সরঞ্জাম সরবরাহ করে তাতে কাজ করার সুবিধা প্রদান করতে হবে।
ইন্টারনেট ব্যবহারকারির জন্য যে সকল শর্ত প্রযোজ্য হবে:
- সংযোগ নেয়ার পূর্বে ব্যবহারকারি সংযোগ ফি এবং মাসিক বিল পরিশোধ করবেন।
- ইন্টারনেট ব্যবহারকারি প্রতি মাসের বিল ঐ মাসের ৫ তারিখের মধ্যে ঢাকাটেক এর অফিসে পরিশোধ করবেন এবং মাসিক বিলের রশিদ সংগ্রহ করবেন।
- ইন্টারনেট সংযোগ পাওয়ার পর কোন প্রকার পার্শ্ব সংযোগ দিয়ে অন্যকে ইন্টারনেট দেয়ার চেষ্টা করবেন না, অন্যথায় এই চুক্তি অনুযায়ী তার সংযোগ বিচ্ছিন্ন করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
- কোন মাসে ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে না চাইলে অবশ্যই আগের মাসের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যে ঢাকাটেক এর অফিসে অবহিত করতে হবে, অন্যথায় পরবর্তী মাসের বিল প্রদান করতে হবে।
- সংযোগের ফি অফেরতযোগ্য, সুতরাং কোন ব্যবহারকারি ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে না চাইলে বা পর পর তিন মাস সংযোগ ব্যবহার না করলে ঢাকাটেক কর্তৃপক্ষ সংযোগের তার ও অন্যান্য সরঞ্জাম খুলে আনবে।
- সংযোগ ব্যবহারকারি সময়মত বিল পরিশোধ না করার কারনে যদি তার সংযোগ স্থগিত করা হয় তাহলে তাকে ঐ মাসের বিল পরিশোধ করে সংযোগ পুনরায় চালু করতে হবে।
- ব্যবহারকারি এই চুক্তির কোনো শর্ত ভঙ্গ করলে ব্যবহারকারির সাথে ঢাকাটেক এর চুক্তি স্থগিত হবে যাবে।
- ঢাকাটেক কর্তৃপক্ষ যেকোন সময় এই চুক্তির যে কোন পরিবর্তন বা পরিবর্ধন করার অধিকার রাখে।